লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার লতিফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন

 লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত
 লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার লতিফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বড়খাতা-জলঢাকা মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুল কালীগঞ্জ উপজেলার ভোটমারি গ্রামের রুহুল আমিন ছেলে। তিনি বড়খাতা গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, লতিফুল ইসলাম সকালে মোটরসাইকেল নিয়ে বড়খাতা থেকে সানিয়াজান বাজারে যাচ্ছিলেন। পথে অপরদিক ডালিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক নারিকেলতলায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তি বড়খাতা গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: