লাল টুকটুকে জ্যাকলিন-রণবীর ফিরিয়ে নেবে ষাটের দশকে

পাপন আর শ্রেয়া ঘোষালের গলায় ‘সুন জারা’ গানটি ইতোমধ্যেই মনে ধরেছে দর্শকদের

 লাল টুকটুকে জ্যাকলিন-রণবীর ফিরিয়ে নেবে ষাটের দশকে
 লাল টুকটুকে জ্যাকলিন-রণবীর ফিরিয়ে নেবে ষাটের দশকে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : পাপন আর শ্রেয়া ঘোষালের গলায় ‘সুন জারা’ গানটি ইতোমধ্যেই মনে ধরেছে দর্শকদের। ‘সুন জারা’র ভিডিওর ঝলক প্রকাশ্যে আসতে ভালোবাসা এঁকে দিলেন অনুরাগীরা।

লাল টুকটুকে টপ আর খাকি স্কার্টে পারদ চড়ালেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পায়ে সাদা হিল জুতো। তার স্কার্টের সঙ্গে রং মিলিয়ে স্যুট প্যান্টে রণবীর সিংহ। ভেতরে পরেছেন লাল শার্ট। ঠিক যেন ষাটের দশকের নায়ক-নায়িকা। দেখে বোঝা যাচ্ছে, তারা একে অন্যের পরিপূরক। ‘সুন জারা’ গাইতে গাইতে রণবীর পিছু নিলেন মোহময়ী জ্যাকলিনের। শুক্রবার ‘সার্কাস’ ছবির এমনই একটি ঝলক প্রকাশ্যে আনলেন নির্মাতারা।

পাপন আর শ্রেয়া ঘোষালের গলায় ‘সুন জারা’ গানটি ইতোমধ্যেই মনে ধরেছে দর্শকদের। রণবীর আর জ্যাকলিন ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ভিডিওর ঝলক প্রকাশ্যে আসতে ভালোবাসা এঁকে দিলেন অনুরাগীরা। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক দুর্নীতির মামলায় জড়ানোর পর বহু হেনস্থা শেষে জ্যাকলিন আবার পর্দায়। রণবীরের পাশে তাকে মানিয়েছেও বেশ, জানাচ্ছেন ভক্তরা।প্রেম, রোমাঞ্চে ভরা পারিবারিক কমেডি ছবি ‘সার্কাস’ দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে ষাটের দশকে।

ছবিতে দ্বৈত ভূমিকায় রণবীর। যমজ ভাইয়ের অস্তিত্ব জানে না তার অভিনীত চরিত্র। পরিচালক রোহিত শেঠির সঙ্গে এটি তৃতীয় কাজ রণবীরের। মুক্তির আর একটুও দেরি নেই। বড়দিনের আমেজে আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে রোমান্টিক কমেডি ‘সার্কাস’।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom