লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা

প্রথম নিউজ, ডেস্ক : প্রতিবেশি ইসরায়েলের দিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর লেবাননে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল | ফাইল ছবি

প্রতিবেশি ইসরায়েলের দিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর লেবাননে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। উভয় দেশের একাধিক সূত্র বৃহস্পতিবার পাল্টাপাল্টি এই হামলার তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক আগ্রাসন ঘিরে ইসরায়েল-আরবের চরম উত্তেজনার মাঝে এই হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, ইসরায়েলের দিকে দুটি রকেট ছোড়া হয়েছে; যার একটি লেবাননের ভূখণ্ডে এবং দ্বিতীয়টি সীমান্তের একটি বিতর্কিত এলাকার কাছে অবতরণ করেছে।

সীমান্তের পাশে কোনও ধরনের অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি বলে ইসরায়েলের সামরিক বাহিনী প্রাথমিকভাবে জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা বলেছে, সীমান্ত এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বর্তমানে লেবাননের যে ভূখণ্ড থেকে রকেট নিক্ষেপ করা হয়েছিল, সেখানে হামলা চালাচ্ছে।


তবে সীমান্তের কাছাকাছি ইসরায়েলি বাসিন্দাদের জন্য কোনও বিশেষ নির্দেশনা জারি করা হয়নি। সাধারণত বড় ধরনের হামলা-পাল্টা হামলার সময় ইসরায়েল বেসামরিক লোকজনকে তাদের আওতাধীন এলাকার মধ্যে থাকার নির্দেশ দেয়। যাতে এসব লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা ইসরায়েলের দক্ষিণ দিকের পাহাড়ি এলাকায় সাদা ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে একটি রকেট আছড়ে পড়েছিল। ওই গ্রামের বাসিন্দা ওয়াজানি বলেছেন, ইসরায়েলের দিক থেকে ছোড়া কামানের গোলা তাদের গ্রামে আঘাত করেছিল।

লেবাননের সূত্রগুলো বলেছে, দ্বিতীয় রকেটটি দুই দেশের বিতর্কিত সীমান্তের গ্রাম গাজারের কাছে অবতরণ করেছে। এই গ্রামটি ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে অবস্থিত হলেও সেখানকার বাসিন্দারা সিরিয়ার আনুগত্য স্বীকার করে।

তবে এই রকেট হামলার বিষয়ে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। লেবাননের সেনাবাহিনী কিংবা দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীও (ইউএনআইএফআইএল) তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী গোষ্ঠী হেজবুল্লাহ দক্ষিণ লেবানন নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের সাথে কয়েকটি যুদ্ধও করেছে এই গোষ্ঠী। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের জেনিনে চলতি সপ্তাহে ইসরায়েলি অভিযানের সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছিল লেবাননের এই গোষ্ঠী। তবে রকেট হামলার বিষয়ে হেজবুল্লাহও কোনও মন্তব্য করেনি।

এসএস