লেডি গাগার কুকুর হত্যায় ২১ বছরের জেল
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ঘটনাটি বছরখানেক আগের। আমেরিকান পপ সংগীতশিল্পী লেডি গাগার কুকুর হত্যার ঘটনা বেশ আলোচিত হয়। আর তারই এক বছরের মাথায় কুকুরকে হত্যার দায়ে শাস্তির মুখে পড়েছে অভিযুক্তরা। পপ সম্রাজ্ঞী লেডি গাগার চারটি পোষ্য কুকুরের মধ্যে তিনটিকে নিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্যে বের হয় কুকুরদের প্রশিক্ষক রায়ান ফিশার। সেই সময় ঘটে যায় বিপদ। কুকুর চুরি করার উদ্দেশ্যে হাওয়ার্ড জ্যাকশন নামের একজন আসেন সেখানে এবং চেষ্টা চালাতে থাকেন চুরির। কুকুরগুলো চুরির সময় বাধা প্রদান করেন প্রশিক্ষক। আর সঙ্গে সঙ্গে গুলি চালান ওই চোর। প্রথমে হৃৎপিণ্ডে গুলি করে আহত করেন প্রশিক্ষণ রায়ানকে এবং পরে চুরি করতে না পেরে কুকুরদের ওপরও গুলি চালান। একপর্যায়ে গাগার সবচেয়ে প্রিয় কুকুর ওয়াকারের মৃত্যু হয়।
যার পরবর্তী সময়ে মামলা এবং এক বছরের মাথায় এবার অপরাধীকে ২১ বছর কারাবাসের সাজা শোনায় সেখানকার আদালত। চোর জ্যাকসন ছাড়াও সেখানে তার সহযোগী হিসেবে ছিলেন আরও দুই জন যারা একটি কুকুরকে হত্যার পর অন্য দুইটিকে নিয়ে পালিয়ে যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews