লুঙ্গির ভাঁজে লুকানো ছিল প্রায় এককেজি সোনা

লুঙ্গির ভাঁজে লুকানো ছিল প্রায় এককেজি সোনা

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় এককেজি ওজনের সোনার বারসহ তরিকুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।


আটক তরিকুল ইসলাম একই থানার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভেতরে ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার পাশে লুকিয়ে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে একজনকে হেঁটে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ১১টি সোনার বার জব্দ করা হয়। এগুলোর ওজন ৮১৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।


এ ঘটনায় নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। পরে আসামিকে থানায় হস্তান্তর এবং জব্দ সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।