রায়পুরে যুবক হত্যা মামলায় বউ-শাশুড়ি গ্রেপ্তার

রায়পুরে যুবক হত্যা মামলায় বউ-শাশুড়ি গ্রেপ্তার
রায়পুরে যুবক হত্যা মামলায় বউ-শাশুড়ি গ্রেপ্তার

প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে যুবক হারুনুর রশিদ (৩২) হত্যা মামলায় বউ-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বশুরবাড়িতে ডেকে এনে হত্যার অভিযোগে গতকাল সকালে এ মামলা করেন নিহতের বোন জ্যোৎস্না আক্তার (২৮)। ওই মামলায় যুবকের স্ত্রী আমেনা আক্তার বৈশাখী (১৯), ভায়রা ভাই মো. জুয়েল (৩০) ও শাশুড়ি খুকি বেগম (৪৮)কে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক থাকা বৈশাখী ও খুকি বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে লক্ষ্মীপুর আদালতে পাঠায় রায়পুর থানার পুলিশ। নিহতের মায়ের অভিযোগ, শ্যালিকার মেয়ের জন্মদিনে দাওয়াত খেতে ডেকে নিয়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।

রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা মুনছুর দরবেশের বাড়ি থেকে গত মঙ্গলবার হারুনের লাশ উদ্ধার করে পুলিশ। এটি নিহত হারুনের শ্বশুরবাড়ি। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা গ্রামের গোড়া হামিদের বাড়ির আব্দুল মান্নানের ছেলে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, ‘ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক থাকা আমেনা আক্তার বৈশাখী ও খুকি বেগমকে আদালতে পাঠানো হয়েছে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: