রুয়েটে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় ৪ কর্মকর্তাকে আদালতে তলব
বিশ্ববিদ্যালয়ের এ চার কর্মকর্তার নমুনা সই/লেখা সংগ্রহ করার লক্ষ্যে মঙ্গলবার (৯ মে) তাদের আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষক-কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় চার কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ চার কর্মকর্তার নমুনা সই/লেখা সংগ্রহ করার লক্ষ্যে মঙ্গলবার (৯ মে) তাদের আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সই করা ওই আদেশে বলা হয়েছে, জিডি তদন্ত, সত্যতা যাচাই করার প্রয়োজনে বিতর্কিত ব্যক্তি রুয়েটের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো. আল বেরুনী ফারুক, নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন, নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব ও সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ইতির সই/লেখা সংগ্রহ করা এবং হাতের লেখা পরীক্ষার জন্য আদালতে হাজির হতে আবেদন করা হয়েছে। জিডি সংক্রান্তে সঠিক তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তার দাখিলি আবেদনের পরিপ্রেক্ষিতে উল্লেখিত ব্যক্তিদের নমুনা সই/লেখা সংগ্রহ করতে ৯ মে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত ৬ ডিসেম্বর রুয়েট শিক্ষক সমিতি ও শুদ্ধাচার কমিটির সদস্যরা কয়েকজন কর্মকর্তাকে নির্ধারিত সময়ে অফিসে হাজির না হওয়া ও প্রায়ই অফিসে অনুপস্থিত থাকার বিষয়ে সতর্ক করেছিলেন। এদের মধ্যে রুয়েটের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো. আলবেরুনী ফারুকও ছিলেন। ওইদিন দুপুরে তিনি শুদ্ধাচার কমিটি ও শিক্ষক সমিতির কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ান এবং তাদের দেখে নেবেন বলে হুমকি দেন।