রোহিঙ্গা ক্যাম্পে স্কুলশিক্ষিকার ওপর হামলা, যুবক আটক
আহত ডেইজি বড়ুয়া একটি এনজিওতে কর্মরত। ওই ক্যাম্পের একটি স্কুলে শিক্ষিকার চাকরি করেন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এ ডেইজি বড়ুয়া নামে এক স্কুলশিক্ষিকাকে কোপানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আটক মোহাম্মদ আলম (৩৫) রোহিঙ্গা ক্যাম্প-২/ডব্লিউ এর ব্লক-বি, সাব-ব্লক-বি/৫ এর বাসিন্দা শামসুল আলমের ছেলে। আহত ডেইজি বড়ুয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কচুবুনিয়ার সাধন বড়ুয়ার মেয়ে।
মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। তিনি জানান, সকালে মোহাম্মদ আলম এক এনজিও কর্মীকে বিনা কারণে হাতে থাকা দা দিয়ে ডান হাত ও বাম হাত, কব্জি, পিঠ ও মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ আলমকে আটক করে।
তিনি আরও জানান, আহত ডেইজি বড়ুয়া একটি এনজিওতে কর্মরত। ওই ক্যাম্পের একটি স্কুলে শিক্ষিকার চাকরি করেন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য উখিয়া থানায় পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews