রাষ্ট্রপতির সফর ঘিরে পাবনায় সাজ সাজ রব
মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
প্রথম নিউজ, পাবনা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলায় সফর কেন্দ্র করে আনন্দে ভাসছে পাবনাবাসী। সোমবার (১৫ মে) চারদিনের সফরে তিনি পাবনায় যাবেন। তার এই সফর ঘিরে পুরো পাবনাজুড়ে সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক-মহাসড়কগুলো। এছাড়া রাষ্ট্রপতির যাতায়াতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধনে চলছে মহাকর্মযজ্ঞ। মঙ্গলবার (১৬ মে) সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শনিবার (১৩ মে) পাবনা চেম্বার অব কমার্সের উদ্যোগে শহরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয়। হাতি ও বাজনাসহ ব্যানার ফেস্টুন নিয়ে এই আনন্দ মিছিল বীর মুক্তিযোদ্ধা রফিকুর ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পুরো শহরবাসী এই আনন্দ মিছিলে যোগ দেন।
আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুর আলম স্বপন চৌধুরী, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, মর্জিনা লতিফ ট্রাস্টের চেয়ারম্যান আক্তার বিশ্বাস, আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির এই সফর ঘিরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাষ্ট্রপতিকে বরণ করতে পুরো শহরে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা এ নিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন।
পাবনা সার্কিট হাউজে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে। হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি পাবনা স্টেডিয়ামে অবতরণ করবেন বলে সেখানেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্ততি। এছাড়া পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গণ, পাবনা প্রেস ক্লাব, পাবনা ডায়াবেটিক সমিতি, সদর গোরস্থান, জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক, স্কয়ার বাগানবাড়ি ও রাষ্ট্রপতির পারিবারিক কবরস্থানসহ সফরসূচির স্থানগুলোতে কর্মযজ্ঞ চলছে।
রাষ্ট্রপতির নিজ মহল্লা জুবিলী পুকুর পাড় মহল্লায় চলছে নানা প্রস্তুতি। সেখানে দফায় দফায় প্রস্তুতিসভা চলছে। জুবিলি ট্যাংক মহল্লায় নাগরিক সমাজের উদ্যোগে আঞ্চলিক প্রস্তুতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালেও প্রস্তুতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতির সব কর্মসূচি সফল করতে মহল্লাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভায় জুবিলি ট্যাংক পাড়ায় তোরণ নির্মাণ, আলোকসজ্জ্বাসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, রাষ্ট্রপতির সফর ঘিরে পুরো পাবনা জেলাকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলার প্রস্তুতি চলছে। পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় অনুষ্ঠানের স্থানগুলো পরিদর্শন ও তদারকি করছেন। সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। পাবনা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের পর গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম নেবেন। এরপর দুপুর সোয়া ১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর দেড়টায় তিনি আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে কবর জিয়ারত করবেন।
এরপর স্কয়ার বাগানবাড়ির পারিবারিক কবরস্থান পরিদর্শন এবং জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর সার্কিট হাউসে ফিরে রাত যাপন করবেন। পরেরদিন ১৬ মে সকালে পাবনা প্রেস ক্লাবে মতবিনিময় এবং বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা গ্রহণ করবেন। ১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউসে রাত্রিযাপন করে ১৮ মে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের যুগ্ম সদস্য সচিব আব্দুল মতীন খান বলেন, রাষ্ট্রপতি আমাদের গৌরব। তার সম্মান রক্ষার্থে আমরা যা যা করণীয় তাই করবো। এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনার জন্য আমরা প্রস্তুত। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, রাষ্ট্রপতি নিজ জেলায় আসবেন। জেলাবাসীর জন্য এটি খুবই আনন্দের খবর। বরণের প্রস্তুতি শেষের দিকে। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পাবনাকে। রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তা বাহিনীসহ সব বাহিনীর গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের বৈঠকও হয়েছে। নিরাপত্তার দিক দিয়ে কোনো ঘাটতি রাখা হয়নি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠাসহ শিক্ষা এবং রাজনীতির হাতেখড়ি পাবনায়। এরপর পাবনাতেই স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও পাবনা আমিন উদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তৃণমূল থেকে রাজনীতি, শিক্ষকতা, সাংবাদিকতা ও আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের বীর সেনানী ছিলেন। বিচারক হিসেবেও তিনি সাফল্যের স্বাক্ষর রাখেন। সবশেষ তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।