মেসিকে নিয়ে মুখ খুললেন আল হিলাল সভাপতি

লিওনেল মেসির দলবদল ইস্যুতে সরব ফুটবলবিশ্ব

মেসিকে নিয়ে মুখ খুললেন আল হিলাল সভাপতি

প্রথম নিউজ, ডেস্ক : লিওনেল মেসির দলবদল ইস্যুতে সরব ফুটবলবিশ্ব। আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে গেল সপ্তাহে আলোড়ন তৈরি করা একটি খবর প্রকাশ করেছিল বার্তা সংস্থা এএফপি। তাদের দাবি, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন মেসি। এমনকি এরই মধ্যে নাকি চুক্তিও সেরে ফেলেছেন বলে জানানো হয়। তবে এরপরই সেই তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দেন মেসির বাবা জর্জ মেসি।

মেসির সৌদি গুঞ্জনে বারবার ওঠে আসছে দেশটির প্রো লিগের ক্লাব আল হিলালের নাম। কদিন আগে ক্লাবটির তরফে পিএসজি তারকাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক গুঞ্জনে একেবারেই নিরব তারা।


শনিবার (১৩ মে) কিং কাপে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্লাবটির সভাপতি ফাহাদ বিন সাদ। মেসির দলবদলের গুঞ্জনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেসির ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমি কোনো খবর দিতে পারব না। অফিসিয়াল কিছু হলে বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।’

আরও পড়ুন: মেসিকে যে ক্লাবে দেখতে চান স্কালোনি

তবে মেসির বিষয়ে এখনো কিছু না বললেও শোনা যাচ্ছে, মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসের সঙ্গে চুক্তিতে যাওয়ার চেষ্টা করছে ক্লাবটি। কাতালান ক্লাবের সঙ্গে এই স্প্যানিশ মিডফিল্ডারের চুক্তি চলতি মৌসুমের পরই শেষ হচ্ছে। এরপর তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়েছেন বুসকেটস।


পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের জুনে। ফরাসি ক্লাবে তার চুক্তি আর নবায়ন করা হবে না বলে ইতোমধ্যে দুপক্ষ জানিয়েছে। যদিও গুঞ্জন উঠেছে, মেসিকে দলে রাখতে সুর নরম করেছে ফরাসি জায়ান্টরা। গোল ডটকমের এক প্রতিবেদন বলছে, অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণে মেসিকে নিয়েই পরিকল্পনা করছে প্যারিস জায়ান্টসরা।

এছাড়া, মেসিকে পুনরায় পাওয়ার ব্যাপারে এখনও আশা ছাড়েনি বার্সেলোনা। লা লিগা কর্তৃপক্ষকে সন্তুষ্ট রেখে তারা সম্ভাব্য অর্থনৈতিক নীতি মেনে এই মহাতারকাকে দলে ভেড়াতে চায়।