রামপুরায় গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর রামপুরার ত্রিমোহনী এলাকায় গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুলতান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সুলতানকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বজলু জানান, আজ সকালের দিকে গ্রিলের কাজ করার জন্য আমরা দুইজনেই রামপুরার ত্রিমোহনী এলাকার একটি বাড়িতে যাই। সেখানে গ্রিলের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সুলতান রামপুরার মৌলভীর টেকে ভাড়া থাকতেন। তার বাড়ি ঢাকা জেলার দোহার সদরের সাতভিটা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে। আমরা বিষয়টি রামপুরা থানাকে জানিয়েছি।