রাত ১২টার পর থেকে বরিশাল সিটিতে কোনো বহিরাগত থাকতে পারবে না: পুলিশ কমিশনার
আজ বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
প্রথম নিউজ, বরিশাল: আজ রাত ১২টার পর থেকে বরিশাল সিটিতে কোন বহিরাগত থাকতে পারবে না। চলবে না মোটরসাইকেল। ১১ই জুন রাত থেকে ১২ই জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে লঞ্চ, ট্রাক বাস এমনকি থ্রি হুইলারও।
আজ বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন, প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন সব করা হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। এখানে কোন দল দেখা হবে না। ১০ই জুন অর্থাৎ আজ রাত ১২টার পর থেকে বরিশালে কোন বহিরাগত থাকতে পারবে না। চলবে না কোনো মটর সাইকেল। আবাসিক হোটেলগুলোতে নজরদারি চলছে। সকল প্রকার বৈধ অস্ত্র আজ থেকে ১৪ই জুন পর্যন্ত বহন নিষিদ্ধ। আগামীকাল রাত ১২টার পর থেকে লঞ্চ, স্পিডবোট, বাস ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জীপ,পিকআপ,কার ও ইজিবাইক চলবে না।
তবে নির্বাচনী কাজে ব্যবহৃত এবং পর্যবেক্ষক, নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী এবং সেবাসূলক কাজে ব্যবহৃত গাড়ির উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
পুলিশ কমিশনার জানান, ১০ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। প্রতি ২ বা ৩টি কেন্দ্রের জন্য টহল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ নিয়োজিত থাকবে। এদিকে বরিশালে সংবাদ সংগ্রহের জন্য বিশেষ অনুমতি দেয়া হচ্ছে। তবে কোন মোটরসাইকেলের অনুমতি দেয়া হচ্ছে না। এতে সংবাদ সংগ্রহে বিঘ্ন ঘটবে বলে সাংবাদিকরা মনে করছেন।