রণবীরের নিরাবরণ ছবি ভারতীয় নারীদের চোখের আরাম দিচ্ছে, আরও হোক, দাবি রাখির
রণবীরের ছবি নিয়ে আগেই প্রশংসা করেছিলেন রাখি। বিতর্কের মাঝে আবারও মুখ খুললেন।
প্রথম নিউজ, ডেস্ক: রাখি সবন্ত ভেবেছিলেন, পরিস্থিতি থিতিয়ে গিয়েছে। কিন্তু না, দুবাইয়ের পুরস্কার অনুষ্ঠান থেকে ফিরেও দেখছেন রণবীর সিংহের নিরাবরণ ছবি এখনও চর্চার কেন্দ্রে। সেই দেখে রাখিও ফের ফোড়ন কাটলেন। একটি ভিডিয়ো বার্তায় বললেন, ‘‘আমি সবেমাত্র দুবাই থেকে ফিরেছি। এখনও আমি সবার কাছ থেকে রণবীরের নগ্ন ছবির কথাই শুনছি। অনেক মেয়েই তো ক্যামেরার সামনে পোশাক খুলে পোজ দেয়। রণবীর ছেলে হয়ে সেটা করে এদেশের মেয়েদের প্রতি একটা উপকার করেছে। আমরা দেখেও শান্তি পাচ্ছি।’’ কেউ প্রশংসায় পঞ্চমুখ। কেউ ঘৃণায় মারমুখী। কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীরের একগুচ্ছ ছবি সেই যে বিতর্কের ঝড় তুলেছে, তা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। নারীদের অনুভূতিতে আঘাত হেনেছেন অভিনেতা— এই অভিযোগে তাঁর নামে মামলাও দায়ের হয়েছে। পাশাপাশি বিদ্যা বালনের মতো অভিনেত্রী বলেছেন, ‘‘আরে কী হয়েছে? পুরুষের নিরাবরণ ছবি আমাদেরও উপভোগ করতে দিন!’’
রাখিও এ দিন রণবীরের গুণগান করলেন। চাইলেন, এমন ধরনের ফোটোশ্যুট আবারও করুন রণবীর। তাতে যদি দৃষ্টিভঙ্গি বদলায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews