রাজশাহীর আট জেলায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট  

এর আগে বুধবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে যৌথ-সভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর এই ধর্মঘটের ঘোষণা দেন।

রাজশাহীর আট জেলায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট  

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় ১০ দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এর আগে বুধবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে যৌথ-সভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর এই ধর্মঘটের ঘোষণা দেন।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নুবিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে সকাল থেকে বাস ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও বিকেল থেকেই আন্তঃজেলা ও বিভাগ পর্যায়ে বাস চলাচল কমতে থাকে। ফলে যাত্রীদেরকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের অভিযোগ সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ  বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশে নেতা-কর্মীদের আসা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেতাকর্মীদের বিকল্পভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। যেকোনো মূল্যে বিএনপি সমাবেশ সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের সমাবেশ ব্যর্থ করার পরিকল্পনা সফল হবে না। 

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বলেন, ধর্মঘ‌টের সঙ্গে বিএন‌পির মহাসমা‌বে‌শের কো‌নো সম্পর্ক নেই। কারণ এই ১০ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সাথে আলোচনা করে আসছিল বাস মালিক ও শ্রমিকেরা। সরকারের পক্ষ থেকে এই দাবি না মানার কারণে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলা ও দেশের বিভিন্ন রুটে গড়ে প্রায় পাঁচ শতাধিক বেশি বাস চলাচল করে থাকে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom