রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে রোববার
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে রোববার
প্রথম নিউজ, রাজশাহী : পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে রোববার। লম্বা ছুটি কাটিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার সরেজমিনে দেখা গেছে, ছুটি শেষে ক্যাম্পাস তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বন্ধুদের সঙ্গে ঈদ পরবর্তী সৌহার্দ্য বিনিময় করছেন।
নিজ ক্যাম্পাসে ফিরে আসা শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়ে উঠছে ক্যাম্পাসের টুকিটাকি, পরিবহণ ও জোহা চত্বরসহ স্টেশন বাজার এবং শহিদ মিনার প্রাঙ্গণ। এসব জায়গায় বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্প-আড্ডায় প্রাণবন্ত সময় পার করতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীদের।
হল ও শ্রেণিকক্ষ পরিষ্কার করাসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ছুটি শেষে আগামীকাল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয় খুলবে। কাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে।
আর এবারের ছুটিতে হল খোলা থাকায় হল আগেই পরিষ্কার করে রাখা হয়েছে। আর ক্যাম্পাস খোলার আগেই রাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শ্রেণিকক্ষগুলো পরিষ্কার করা আছে।
উল্লেখ্য, এবারে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ ছিল। ছুটি শুরুর আগে এবং পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবারে সব মিলিয়ে ২৩ দিনের ছুটি পেয়েছিল শিক্ষার্থীরা। এছাড়া ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় জরুরি বিভাগসমূহ যেমন পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি চালু ছিল।