রাজবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
রোববার (১ অক্টোবর) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে বিল্লাল ব্যাপারী (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিল্লাল ব্যাপারী শহীদওহাবপুর ইউনিয়নের রুপপুর এলাকার আব্দুল ব্যাপারীর ছেলে।
শহীদওহাবপুর ইউপির ২নং ওয়ার্ড সদস্য আক্তার হোসেন বলেন, বিকেলে বিল্লাল ব্যাপারীসহ দুইজন মাঠে কাজ করছিল। ওই সময় ধান খেতের পাশের আইল পরিষ্কার করার সময় বিল্লালের পায়ে বিষধর সাপে কামড় দেয়। তখন তিনি চিৎকার করলে অন্যজন এসে পায়ে ডোর বেঁধে স্থানীয়দের সহায়তায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে দুইটি ইনজেকশন দেওয়ার পর তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।