রাজবাড়ীতে কৃষককে শ্বাসরোধে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা মামলায় মুহাম্মদ নান্নু শাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ আদেশ দেন।
মুহাম্মদ নান্নু শাহ কালুখালী উপজেলার আমবাড়ীয়া এলাকার মৃত আফজাল হোসেন শাহের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, কয়েক বছর আগে মোশাররফ হোসেনের কাছ থেকে নান্নু শাহ পাঁচ লাখ ৭০ হাজার টাকা ধার নেন। ২০২২ সালের ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চা পান করার কথা বলে মোশারফ হোসেন তার নিজের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মোশারফ হোসেনের ছেলে কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ নিখোঁজকে উদ্ধার ও আসামি নান্নু শাহকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি হত্যার দায় স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।