রাজধানীতে পিকআপভ্যান চাপায় বাসচালক নিহত
শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক সকাল ৭টায় মৃত ঘোষণা করেন।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকার মগবাজারে পিকআপভ্যানের চাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে বলাকা পরিবহণের চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক সকাল ৭টায় মৃত ঘোষণা করেন।
শহিদুলকে হাসপাতালে নিয়ে আসা বাস চালক কানন বলেন, তারা উত্তরা থেকে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। গাড়ির হেলপার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন শহিদুল। সে নিজেও একজন চালক। বাসটি মগবাজার ফ্লাইওভারে উঠলে ডান পাশ থেকে অন্য একটি বাস চাপ দেয়। এ সময় গেটে দাঁড়িয়ে থাকা শহিদুল ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলে পিকআপভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা তদন্ত করছে।