সাবেক মিডফিল্ডার ভাম্পেতার ট্রফি, পদক ও অন্যান্য সম্পত্তি জব্দ করার নির্দেশ

মামলা হওয়ার পর বিচারক রেনাতা কউতো দা কস্তা ভাম্পেতার বিপক্ষে এ রায় দেন। খবরটি জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এবং স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।

সাবেক মিডফিল্ডার ভাম্পেতার ট্রফি, পদক ও অন্যান্য সম্পত্তি জব্দ করার নির্দেশ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ব্রাজিলের সাও পাওলো রাজ্যের ফৌজদারি আদালতের বিচারক দেশটির বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার ভাম্পেতার ট্রফি, পদক ও অন্যান্য সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন। ২০০২ বিশ্বকাপজয়ী ভাম্পেতার মেয়ে ২০১৩ সালে সাও পাওলোর কাস্তানহেইরাস হাইস্কুলে পড়েছেন। সেই স্কুলের কাছে ভাম্পেতার ৩ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (৫৪ হাজার ১১০ ইউরো) বকেয়া পড়েছে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৬৩ লাখ ১১ হাজার ২৩৫ টাকা। এ নিয়ে মামলা হওয়ার পর বিচারক রেনাতা কউতো দা কস্তা ভাম্পেতার বিপক্ষে এ রায় দেন। খবরটি জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এবং স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।

বিভিন্ন সংবাদ সংস্থার বরাত দিয়ে মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ব্রাজিলের হয়ে ১৯৯৯ কোপা আমেরিকাজয়ী ও পিএসভি আইন্দহোফেনে রোনালদোর সতীর্থ হিসেবে খেলা ভাম্পেতাকে ২৯ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে ৪৯ বছর বয়সী সাবেক মিডফিল্ডারকে নিজের সম্পত্তির তালিকা আদালতে জমা দিতে হবে, যেগুলো জব্দ করা যায়।

বিচারিক সূত্র থেকে সংবাদমাধ্যম জানিয়েছে, ভাম্পেতার বকেয়া শোধ করতে সেসব সম্পত্তি নিলামে তোলা হবে। আদালতের এই রায়ের বিরুদ্ধে ভাম্পেতা এবং তার সাবেক স্ত্রী রোবের্তা সোয়ারেস আপিল করতে পারবেন না।