রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার    

 রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার     

প্রথম নিউজ, ঢাকা : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উল্টো পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআই মহিদুল ইসলাম বলেন, সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।

কাজী আল আমিন/এসআইটি/এমএস