খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মচারী নিহত
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে।
আজ বুধবার দুপুরে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ সকাল পৌনে ৯টার দিকে নিকুঞ্জ ১ নম্বর গেইটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ওই ব্যক্তিকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছি। এতে তিনি গুরুতর আঘাত পান। তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যাংক কর্মচারীর ভাই মো. মিজানুর রহমান জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামে। হাবিবুর রহমান শেওড়া বাজার এলাকায় বসবাস করতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। সকালে অফিসে যাওয়ার উদ্দেশে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: