যাত্রাবাড়ীতে লোহার পাইপ মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পিকআপভ্যান থেকে লোহার পাইপ নামানোর সময় তা মাথায় পড়ে বশির হাওলাদার (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচতো ভাই জাফর হাওলাদার বলেন, আমার ভাই পেশায় শ্রমিক। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পাইলিংয়ের লোহার পাইপ পিকআপভ্যান থেকে নামানোর সময় তিনি পাইপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বশির হাওলাদার বরগুনার বেতাগী থানাধীন দক্ষিণ ভোরা গ্রামের লাল মিয়া হাওলাদারের সন্তান। বর্তমানে পুরান ঢাকার আলুবাজার এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।