যাত্রাবাড়ীতে তুরাগ বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত, চালক আটক

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় তুরাগ বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন

যাত্রাবাড়ীতে তুরাগ বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত, চালক আটক

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় তুরাগ বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে ওই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শকের (এসআই) নূর মোহাম্মদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় তুরাগ বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তুরাগ বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আমরা প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।