আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত
মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান
প্রথম নিউজ, ডেস্ক : মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় ফয়জাবাদ এলাকা। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আফগানিস্তানের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) এক টুইট বার্তায় ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, আফগানিস্তানে মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টা ৩২ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে।
ফয়জাবাদ শহর থেকে ১১৬ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ৩ মে আফগানিস্তানে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে।
দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, ওই দিন রাত ২ টা ২১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৯ কিলোমিটার গভীরে।