যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল চারজনের

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল চারজনের

প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৪ জনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। সোমবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। গুলিতে চারজন নিহত হওয়ার পাশপাশি দুই শিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফিলাডেলফিয়া পুলিশ কমিশনার ড্যানিলি আউটলো জানিয়েছেন, নিহতদের সবাই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আর আহত দুই শিশু ১৩ বছর বয়সী।


পুলিশ ইতোমধ্যে ৪০ বছর বয়সী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিলেন। তার কাছ থেকে একটি রাইফেল এবং হ্যান্ডগান উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলের বড় একটি অংশ আটকে রেখেছে পুলিশ।  

ওই বন্দুকধারী কেন এ ঘটনা ঘটালেন এবং তার আসল পরিচয় খুঁজে বের করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


চারজনকে হত্যাকারী ছাড়াও আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, বন্দুকধারী যখন গুলি করছিলেন তখন অপর এক ব্যক্তি কোনোভাবে একটি অস্ত্র যোগাড় করে তার ওপর পাল্টা গুলি ছোঁড়েন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এখন আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর জিম্মায় নেওয়া হয়েছে।

সোমবারের এ ঘটনা— যুক্তরাষ্ট্রে এ বছর— ৩৪১তম গোলাগুলির ঘটনা। গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, বছরের অর্ধেক সময়েই দেশটিতে গুলিতে প্রাণ গেছে ২১ হাজার ৬৯৬ জনের— যার মধ্যে আত্মহত্যা করেছেন ১২ হাজার ১৪৪ জন।

গত বছর যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতায় প্রাণ যায় ৪৪ হাজার ৩৫৭ জনের। এরমধ্যে অর্ধেকই ছিল আত্মহত্যা।