যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, হতাহত ১৮

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পার্কে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় পুলিশ জানিয়েছে- শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই গুলি চালানোর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ১৬ বছর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি।