প্রথম নিউজ, খেলা ডেস্ক : সদ্যই শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দলের বড় আসর আইপিএল। প্রতি বছরই আইপিএলে ধারাভাষ্যকারদের তালিকায় থাকেন ইরফান পাঠান। কিন্তু এ বার বাদ দেওয়া হয়েছে তাকে। জানা গেছে, ধারাভাষ্যের সময় কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যক্তিগত রাগপ্রকাশ করতেন তিনি। সেই কারণেই এই শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএলের অফিশিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্কের সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেশ কিছু ক্রিকেটারের অভিযোগ– ধারাভাষ্য দেওয়ার সময় ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে নেওয়া সিদ্ধান্ত টেনে আনেন ইরফান। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাঠানের নির্দিষ্ট এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনামূলক কথা সেই তারকা ভালোভাবে নেননি। ওই ক্রিকেটার তাকে ফোনে ব্লক করেছেন বলে জানিয়েছে সেই সূত্র। এ বিষয়ে পাঠানের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পায়নি সংবাদমাধ্যমটি।
সূত্র আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের সঙ্গে আলাপচারিতায় সময় ইরফানের প্রচুর ‘অ্যাটিটিউড’ দেখানো ভালোভাবে নেয়নি বিসিসিআই। সূত্রটি বলেছে, ‘এসব না হলে তার নাম (ধারাভাষ্য প্যানেলে) থাকত। গত দুই বছর ধরেই সে এটা করছে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করছে, যেটা ভালোভাবে নেওয়া হয়নি।’
অবশ্য এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে নতুন নয়। ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে এর আগেও হার্শা ভোগলে এবং সঞ্জয় মাঞ্জরেকারদের মতো ধারাভাষ্যকারদেরও বাদ পড়ার ঘটনা ঘটেছিল।