মিয়ানমারে নির্বাচন কমিশনের উপপরিচালককে গুলি করে হত্যা

মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কাইওয়া থু’কে শনিবার গুলি করে হত্যা করেছে বিদ্রোহী যোদ্ধারা।

মিয়ানমারে নির্বাচন কমিশনের উপপরিচালককে গুলি করে হত্যা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কাইওয়া থু’কে শনিবার গুলি করে হত্যা করেছে বিদ্রোহী যোদ্ধারা। ইয়াঙ্গুনে শনিবার এ ঘটনা ঘটে। দেশটির সামরিক জান্তা সরকারের এটাই হলো সর্বোচ্চ পদের নিহত ব্যক্তি। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, কমপক্ষে দুই বছর আগে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা কেড়ে নেয়। তারপর থেকে রক্তাক্ত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে। এর ফলে সেখানে দেখা দিয়েছে সামাজিক অসন্তোষ এবং অর্থনৈতিক সংকট। স্বঘোষিত বেসামরিক সংগঠন ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ যুক্ত হয়েছে সামরিক জান্তা বিরোধীদের সঙ্গে।

সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এমন কর্মকর্তাদের টার্গেট করে তাদের যোদ্ধারা। নির্বাচন কমিশনের উপপরিচালক কাইওয়া থু’কে পূর্বাঞ্চলীয় ইয়াঙ্গুনের থিঙ্গানগুনে গুলি করে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে সেনাবাহিনী। এর জন্য তারা পিপলস ডিফেন্স ফোর্সেসকে দায়ী করেছে।