মোয়াজ্জেম হোসেন বিজিএপিএমইএ’র সভাপতি নির্বাচিত
১৬ জনকে পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদের ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের নির্বাচন হয়েছে।
এতে বিজিএপিএমইএ’র সভাপতি হিসাবে ক্লাসিক কার্টন ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি নির্বাচিত হয়েছেন। সোমবার (০৮ নভেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএপিএমইএ’র প্রথম সহসভাপতি হিসাবে এবিএস কার্টন অ্যান্ড এক্সেসরিজের মোহাম্মদ বেলাল, দ্বিতীয় সহ-সভাপতি হিসাবে সেন্স প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজের একে এম মোস্তফা সেলিম, সহ-সভাপতি হিসাবে হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজের জহির উদ্দিন আলমগীর এবং সহ-সভাপতি (অর্থ) হিসাবে প্যারামাউন্ট এক্সেসরিজের মনির উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১৬ জনকে পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়। তারা হলেন- মোজাহারুল হক শহীদ, হাসানুল করিম তমিজ, সালেহ আহমেদ বাবু, খান নজরুল ইসলাম হান্নান, ওমর ফারুক, মো. শাহরিয়ার, মো. মনিরুজ্জামান, মো. রফিকুল ইসলাম চৌধুরী, মো. আব্দুন নূর, মো. সুলতানুল ইসলাম তারেক, মোহাম্মদ আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম (সবুজ), মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মো. আব্দুল ওয়াজেদ, মো. ইকবাল পারভেজ ও মোহাম্মদ এনামুল হক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: