মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কারাগারে

আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কারাগারে

প্রথম নিউজ, ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে বক্তব্য দেওয়ার মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম সংশ্লিষ্ট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ।

আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার তার চিকিৎসা ও ডিভিশনের আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর আগে ৬ নভেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। একই দিন গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেপ্তান করে র‌্যাব।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom