মহিলা আওয়ামী লীগের সম্মেলন দুপুরে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা: ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ দুপুরে অনুষ্ঠিত হবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। সম্মেলনকে ঘিরে উৎসবে আমেজ বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনস্থলে প্রবেশ করছেন। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ছেয়ে গেছে ব্যানার-প্ল্যাকার্ড ও ফেস্টুনে।
প্রায় ৫ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারাদেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নেবেন। ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews