মুস্তাফিজের দারুণ বোলিংও জেতাতে পারল না দিল্লিকে

 মুস্তাফিজের দারুণ বোলিংও জেতাতে পারল না দিল্লিকে
মুস্তাফিজের দারুণ বোলিংও জেতাতে পারল না দিল্লিকে-প্রথম নি উজ

প্রথম নিউজ, ডেস্ক : দিল্লি ক্যাপিটালস চলতি মৌসুমে ম্যাচ আরও একটা খেলেছে। তবে দলটির লাল-নীলরঙা জার্সিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছিল গত রাতে। অভিষেকটা রাঙানোর ইঙ্গিতও দিচ্ছিলেন বেশ। আগুনঝরা বোলিংয়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। মুস্তাফিজের এমন পারফর্ম্যান্সের পরেও অবশ্য দিল্লি ক্যাপিটালস জিততে পারেনি ম্যাচটা। লোকি ফার্গুসনের আগুনে পুড়ে গুজরাট টাইটান্সের কাছে হেরেছে ১৪ রানে। তাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম হারের বিস্বাদ পেল মুস্তাফিজের দল।

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। অধিনায়ক ঋষভ পান্তের সিদ্ধান্তটা যে ভুল কিছু ছিল না, সেটা শুরুতেই যেন প্রমাণ করে দিচ্ছিলেন মুস্তাফিজ। ইনিংসের তৃতীয় বলেই ফিরিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ ওয়েডকে। 

কী ভেবে যেন, পান্ত এরপর তাকে সরিয়ে নেন বোলিং থেকে। ফেরান পঞ্চম ওভারে, সেই ওভারে ছয় রান দিয়ে চাপ সৃষ্টি করেছিলেন গুজরাটের দুই ব্যাটার বিজয় শঙ্কর ও শুভমান গিলের ওপর। তাতে পরের ওভারেই মেলে সাফল্য, ষষ্ঠ ওভারের প্রথম বলে কুলদ্বীপ যাদবকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন বিজয়।

এরপর হার্দিক পান্ডিয়া আর শুভমানের ৪৭ বলে ৬৫ রানের জুটি গুজরাটকে বড় রানের ভিত গড়ে দেয়। এরপর ২৭ বলে ৩১ রান করা হার্দিককে ফেরান খলীল আহমেদ। এই খলীলের শিকার হয়ে শুভমানও ফেরেন কিছু পর। তবে তার আগেই ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলে ফেলেন তিনি।

গুজরাট বড় রানের আভাস দিচ্ছিল তখনো। শুভমানের বিদায়ের পর মিলার ১৩ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। তবে শেষ ওভারে মুস্তাফিজ আক্রমণে এসে দেন ৪ রান, তুলে নেন দুটো উইকেট। চার ওভারের স্পেল শেষ করেন ২৩ রানে ৩ উইকেট নিয়ে। তাতে লড়াকু সংগ্রহটা আরও বড় হয়নি গুজরাটের। থামে ১৭১ রানে।

জবাবে দিল্লির শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লেতেই হারিয়ে বসে ৩ উইকেট। টিম সেইফার্টকে সরিয়ে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন পান্ডিয়া, এরপর জোড়া উইকেট নিয়ে লোকি ফার্গুসন টালমাটাল করে দেন দিল্লিকে। 

অধিনায়ক ঋষভ পান্ত আর ললিত যাদবের ব্যাটে অবশ্য লড়াইটা চালিয়ে যাচ্ছিল দলটি। ১২তম ওভারে রানআউটের খড়্গে ফেরেন ললিত, এর কিছু পরেই পান্তকে ফিরিয়ে গুজরাটকে চালকের আসনে বসিয়ে দেন লোকি ফার্গুসন। রভম্যান পাওয়েল ১২ বলে ২০ রানের ক্যামিওতে অবশ্য দিল্লিকে আশা দেখাচ্ছিলেন জয়ের। তবে মোহাম্মদ শামির শিকার হয়ে তিনি ফিরলে সে আশাও শেষ হয়ে যায় দলটির। শেষমেশ দলটি থেমেছে ১৫৭ রানে। লক্ষ্য থেকে ১৪ রান দূরে। এর ফলে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম হারের কবলে পড়ে দিল্লি। দারুণ বোলিংয়ের পরও মুস্তাফিজের ‘অভিষেকটা’ রাঙানো হয়নি তাতে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom