মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান ও মাইক্রোবাস চালককে দায়ী করে তদন্ত প্রতিবেদন

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান ও মাইক্রোবাস চালককে দায়ী করে তদন্ত প্রতিবেদন

প্রথম নিউজ, ঢাকা: মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাস চালক গোলাম মোস্তফার দায় পেয়েছে তদন্ত কমিটি।

আজ বুধবার  বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরী। তিনি বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই দুর্ঘটনার জন্য দুই জনকে দায়ী করা হয়েছে। এ ঘটনায় গেটম্যান সাদ্দামকে আগেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রতিবেদনের বিষয়ে আর কিছু বলতে চাননি তিনি।

উল্লেখ্য, ওই দুর্ঘটনায় মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা মারা যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার সময় গেটম্যান সাদ্দাম ঘটনাস্থলে ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে পাঁচ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি।

গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ জন নিহত হন।

ওইদিন সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ। পরে তাকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর থেকে এ মামলায় কারাগারে আছেন সাদ্দাম। ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom