মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম নিউজ, ঢাকা : বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্ট শ্রমিকরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটায় রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে তারা সকাল ১০টা দিকে মিরপুর-১০ নম্বরে এসে রাস্তা অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল পৌনে ১১টা) শ্রমিকরা রাস্তায় অবস্থান করছিল। 

রাস্তা অবরোধের ফলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্ট  শ্রমিকরা বেশিরভাগ মিরপুর-১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্ট, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের বলে জানা গেছে।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
বিস্তারিত পরে জানাবো।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মিরপুর ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছে। মূলত বেতনবৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছে তারা। বিক্ষোভে পুলিশের গুলি ও দগ্ধ হয়ে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে অনেক পোশাক শ্রমিক।