মার্কিন মন্ত্রীর সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানাবে ঢাকা
১৫ই জানুয়ারি দিনভর বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব ছাড়াও সিভিল সোসাইটি এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তার সিরিজ আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রস্তাবিত সূচি ঠিক থাকলে আগামী ১৪ই জানুয়ারি ঢাকা পৌঁছাবেন তিনি। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, ১৫ই জানুয়ারি দিনভর বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব ছাড়াও সিভিল সোসাইটি এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তার সিরিজ আলোচনা হওয়ার কথা রয়েছে। ঢাকার কর্মকর্তারা বলছেন, স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেখভালের দায়িত্বপ্রাপ্ত বাইডেন প্রশাসনের প্রভাবশালী ওই নীতি- নির্ধারকের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব বিষয় নিয়েই কথা হবে। প্রতিষ্ঠান হিসেবে র্যাব’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহালসহ অন্তত ডজন খানেক ইস্যু আলোচনার টেবিলে উত্থাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
একইভাবে ওয়াশিংটনের তরফে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন, রাষ্ট্রদূত পিটার হাসসহ পদস্থ মার্কিন কূটনীতিক এবং অন্যদের নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধরে নিয়ে তার জবাব প্রস্তুত করা হচ্ছে। স্মরণ করা যায়, গত ১৪ই ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সেখানে রাষ্ট্রদূতের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় সরকারের শীর্ষ পর্যায়ে জানানোর পরও ওয়াশিংটনস্থ বাংলাদেশ রাষ্ট্রদূতকে ডেকেছিলেন ডোনাল্ড লু। তাছাড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনেও তাঁর হাত ছিল বলে অভিযোগ রয়েছে। ইমরান খান প্রায়শই তার নাম নিয়ে অভিযোগ করেন। নতুন বছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সার্বিক সম্পর্ক এবং যোগাযোগ বিষয়ে ঢাকার নীতি-নির্ধারণী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে।
গত রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় এক রুদ্ধদ্বার বৈঠক হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংশ্নিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক উপস্থিত ছিলেন। সেই বৈঠকে ডোনাল্ড লু’র প্রস্তাবিত বাংলাদেশ সফরের বিষয়টি উঠেছিল। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়েও কথা হয়। বৈঠকে মানবাধিকার, গণতন্ত্র, আসন্ন নির্বাচন ও আইনের শাসন নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় একটি ‘সমন্বয় কমিটি’ গঠন করা হয়। উল্লেখ্য, ডোনাল্ড লু ৩০ বছরের ওপর মার্কিন প্রশাসনে কাজ করছেন। ২০২১ সালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে তিনি কিরগিজস্তানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি আলবেনিয়ায়ও রাষ্ট্রদূত ছিলেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতে মার্কিন দূতাবাসে উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই পেশাদার কূটনীতিক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews