‘মামলা হয়েছে’, সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী 

সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

‘মামলা হয়েছে’, সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী 
‘মামলা হয়েছে’, সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রথম নিউজ, সাভার : সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা রুজু করে সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।’

শামসুজ্জামানকে তার বাসা থেকে বুধবার ভোর ৪ টার দিকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। সিআইডির পরিচয় দেওয়া ব্যক্তিরা সাধারণ পোশাকে ছিলেন বলে জানা গেছে। 

অভিযোগের বিষয়ে স্থানীয় পুলিশ ও সিআইডির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রথমে গণমাধ্যমকে বলেছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না।   

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকেরা শামসুজ্জামানকে তুলে নেওয়ার বিষয়টি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন কিন্তু নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী, সব কিছু চলে, রাষ্ট্র বলেন, সবকিছুই চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা রুজু করে সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।’

কারা মামলাটি করেছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘আমার কাছে সব রিপোর্টগুলো আসে নি। আমিও বিভিন্নভাবে জেনেছি। এটাকে কেন্দ্র করেই কিছু একটা হয়েছে। আমি এখনো পরিষ্কার নই। আমি পরিষ্কার হয়ে আপনাদের ঘটনাটা জানাব।’

গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস। ২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারানো পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের ছোট ভাই তিনি।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলোর সাংবাদিকসহ যিনি উদ্ধৃতিটা করেছেন সেটি সঠিক ছিল না, যেটা নাকি একাত্তর টিভির মাধ্যমে আপনারাই প্রচার করেছেন। আপনারাই সাংবাদিক ভাইয়েরা আপনারাই সংক্ষুব্ধ হয়ে একাত্তর টিভির মাধ্যমে এই সংবাদটা যে ভিত্তিহীন এবং মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে এটা একাত্তর টিভিতে এটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা মনে করি স্বাধীনতা দিবসে আমরা এত দূর এগোনোর পরে এই ধরনের একটা ভুয়া নিউজ যদি কেউ দেয় তাহলে যে কেউ সংক্ষুব্ধ হবে। আপনাদেরও নিশ্চয়ই এই নিউজটা ভালো লাগেনি।’  

সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো বলেছি একটা মামলা হয়েছে। সব খবর সংবাদ এখনো আমার কাছে আসেনি। যে সব সংবাদগুলো,  এসব টুকরো টুকরো সংবাদের ভিত্তিতে বলেছি। সবগুলো সুনিশ্চিতভাবে বলতে গেলে আমাকে আরেকটু সময় নিতে হবে।’

সাংবাদিককে রাতের আঁধারে বাসা থেকে ধরে নিয়ে যেতে হবে কেন এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি তো বললাম,আমাকে জানতে হবে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:।