মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের কাছে ঢাকাগামী জামাল-৯ লঞ্চের ধাক্কার স্টেশনারি পণ্যভর্তি ট্রলারডুবির এ ঘটনা ঘটেছে। 

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে, ট্রলারের চালক ও তার সহকারী নদীর তীরে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের কাছে ঢাকাগামী জামাল-৯ লঞ্চের ধাক্কার স্টেশনারি পণ্যভর্তি ট্রলারডুবির এ ঘটনা ঘটেছে। 

মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। আমরা খবর পেয়েছি, যাত্রীবাহী একটি লঞ্চ মালবোঝাই ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের চালক ও সহকারী তীরে উঠতে সক্ষম হন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom