মানব পাচারের বিরুদ্ধে গানে গানে আসিফের প্রতিবাদ

এভাবেই সম্প্রতি কয়েকটি ছবিতে ধরা  দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

মানব পাচারের বিরুদ্ধে গানে গানে আসিফের প্রতিবাদ

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সুট-কোট পরা, চোখে কালো সানগ্লাস, চুল পরিপাটি, মুখে সিগারেট নিয়ে অ্যাকশন মুডে ভারী অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছেন। এভাবেই সম্প্রতি কয়েকটি ছবিতে ধরা  দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন গানে ডনরূপে হাজির হচ্ছেন তিনি। অনেক দিন পর এ গানের মাধ্যমে অভিনয়ে পাওয়া যাবে এ শিল্পীকে। গত দুই বছর ধরে তেমন একটা মিউজিক ভিডিওতে অভিনয়ে দেখা যায় না এ গায়ককে। নিজের সিদ্ধান্ত অনুযায়ী এমন কাজ কম করছেন। তবে এবার ঈদে অন্য এক প্রতিবাদী আসিফকে পাওয়া যাবে গানে গানে। কারণ গানে ডনরূপে হাজির হলেও প্রতিবাদী রূপে দেখা যাবে তাকে তার ছবি শেয়ার করে নিজের সামাজিক মাধ্যমের ওয়ালে আসিফ আকবর লিখেছেন, একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটা অংশ।

বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা। নারী পাচারসহ মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি ‘দ্য লাস্ট ডন’। গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায়বিচার চাইতে পারি কথায়, সুরে, গানে।