মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া
রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়া হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়া হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।
এরআগে রাত ১২ টা ৫০ মিনিটে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন , বিএনপি নেতা আমান উল্লাহ আমান, শামা ওবায়েদ বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন