মাদক মামলায় সিঙ্গাপুরে ১০ দিনের ব্যবধানে তিন মৃত্যুদণ্ড কার্যকর
প্রথম নিউজ, ডেস্ক : মাদক মামলায় ১০ দিনের ব্যবধানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। সবশেষ বুধবার ৫৪ গ্রাম হেরোইন পাচারের দায়ে ৩৯ বছর বয়সী এক নাগরিককে ফাঁসি কার্যকর করা হয়।
সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো বৃহস্পতিবার জানায়, সাজা কার্যকর করা ব্যক্তির নাম মোহামেদ শালেহ আব্দুল লতিফ। মালয় জাতিগোষ্ঠীর শালেহ ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। চাঙ্গি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।
ব্যুরো বলেছে, জব্দ করা হেরোইন ৬০০ জনের বেশি মাদক সেবনকারীকে সরবরাহ করার জন্য যথেষ্ট।
মোহামেদ শালেহের ফাঁসি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন আগে সারিদেউই বিনতে জামানি নামে ৪৫ বছর বয়সী এবং মোহাম্মদ আজিজ বিন হুসেন নামে ৫৭ বছর বয়সী দুই ব্যক্তিকে মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড দেয় সিঙ্গাপুরের আদালত।
অপরাধের কঠোর শাস্তি দেওয়ার জন্য পরিচিত সিঙ্গাপুর। কোভিড-১৯ মহামারির কারণে দেশটিতে মৃত্যুদণ্ড দুই বছর বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে মাদকের অপরাধে বিদেশিসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয় দেশটি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির আইনে যে কেউ ৫০০ গ্রামের বেশি গাঁজা এবং ১৫ গ্রাম হিরোইন পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।