মাতুয়াইল ল্যান্ডফিল ব্যবহারের মূল্য নির্ধারণ করবে ডিএসসিসি
আজ সোমবার ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করেন।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন মাতুয়াইল ল্যান্ডফিলের জমিতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক দীর্ঘমেয়াদে ব্যবহারের মূল্য নির্ধারণ করতে চায় সংস্থাটি।
সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জমি দীর্ঘমেয়াদে ইজারা প্রদানের জন্য মূল্য নির্ধারণ করতে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করেন।
ডিএসসিসির সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, সাত সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তাকে। কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএসসিরস আইন পরামর্শক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক, প্রকৌশলী, সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা এবং সম্পত্তি কর্মকর্তা।
আকরামুজ্জামান জানিয়েছেন, কমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন মাতুয়াইল ল্যান্ডফিলের জমি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক দীর্ঘমেয়াদে ব্যবহারের মূল্য নির্ধারণের জন্য সুপারিশ প্রণয়ন করবে। সেই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে মূল্য নির্ধারণের জন্য সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে কমিটিকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews