মাতৃত্ব নিয়ে যা বললেন আলিয়া

গত বছর ৬ নভেম্বর জন্ম হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার।

মাতৃত্ব নিয়ে যা বললেন আলিয়া
মাতৃত্ব নিয়ে যা বললেন আলিয়া

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : জীবনের সবচেয়ে সুন্দর পর্যায় হলো মাতৃত্ব। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখতে হবে। মাতৃত্ব নিয়ে অকপট কথা বললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খবর হিন্দুস্তান টাইমসের। পাঁচ বছর প্রেম করার পর রণবীর ও আলিয়া গত বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন। জুনে খবর আসে বাবা-মা হতে চলেছেন তারা। গত বছর ৬ নভেম্বর জন্ম হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার। মা হওয়ার বিষয় তাকে কেউ প্রশ্ন করলে অভিনেত্রীর মন্তব্য, ‌সুন্দর সূর্যালোক, তারার আলো এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকার কথা মাথায় আসে তার। হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে। তিনি নিজেকে একজন সিরিয়াল লার্নার হিসেবে অভিহিত করেন। তিনি শিখতে চান এবং শেখাটা কখনই থামতে চান না। আলিয়ার মতে, তিনি এখনও অনেক কিছু জানেন না এবং অনেকটা শেখার বাকি রয়েছে।

আলিয়াকে আগামীতে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। হাতে রয়েছে ‘জি লে জারা’, প্রিয়াঙ্কা চোপড়া আর ক্যাটরিনা কাইফের সঙ্গে। গত বছর হলিউডে ডেবিউ করেছেন আলিয়া ভাট, ‘হার্ট অব স্টোন’ দিয়ে। যা চলতি বছরেই মুক্তি পাবে। শিগগিরই শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিতে দেখা যাবে রণবীর কাপুরকে। ৪ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: