মণিপুরে সেনা-জঙ্গি সংঘর্ষ, বিএসএফ জওয়ানসহ নিহত ৮
সোমবার মধ্যরাতে সেনার এক অ্যাম্বুশ অভিযানে সেরুতে অতর্কিত একটি বুলেটে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: তেত্রিশ দিন হয়ে গেল মণিপুরের জাতিদাঙ্গার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টোটকা দিয়ে গেলেন চারদিন মণিপুরে বসে থেকে। কিন্তু, সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায় বনাম কুকি সম্প্রদায়ের সংঘর্ষ আর থামছে না। সোমবার মধ্যরাতে সেনার এক অ্যাম্বুশ অভিযানে সেরুতে অতর্কিত একটি বুলেটে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। সেরুতে রীতিমতো গুলির লড়াই চলে কুকি বিদ্রোহীদের সঙ্গে সেনার।
ইমফলের অদূরে সুগলুতে মেইতেই এবং কুকিদের মুখোমুখি সংঘর্ষে নিহত হন আট জন। রক্তক্ষয়ী এই সংঘর্ষে গ্রেনেড পর্যন্ত ব্যবহার করা হয়। যুজুধান দুই পক্ষের অসংখ্য মানুষ গৃহহীন হয় বস্তিতে অগ্নি সংযোগ এর ফলে। সংখ্যাগুরু মেইতেইদের উপজাতি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মেইতেইদের সঙ্গে কুকি - নাগা এবং জমোদের যে সংঘর্ষ শুরু হয় তা আজও থামেনি। মণিপুর কার্যত অগ্নিগর্ভই থেকে গেছে।