সুপারসনিক ক্ষেপণাস্ত্র উপস্থাপন করল ইরান
সরকারি বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে অনলাইন দ্য নিউ আরব।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দেশে তৈরি প্রথম হাইপারসনিক ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সবার সামনে উপস্থাপন করেছে ইরান। সরকারি বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে অনলাইন দ্য নিউ আরব। তাদের এ ঘোষণায় তেহরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হবে। ওই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ হয়েছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায়। এক অনুষ্ঠানে এর নাম জানানো হয়েছে ‘ফাত্তাহ’।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, অভিজাত রেভ্যুলুশনারি গার্ডসের কমান্ডাররা। শব্দের গতির চেয়ে কমপক্ষে ৫ গুণ বেশি গতিতে উড়তে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তার চলার পথও হয় জটিল। ফলে তাকে ভূপাতিত করাও খুব কঠিন। গত বছর তেহরান ঘোষণা দেয় যে, তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
রাষ্ট্রীয় টিভি বলেছে, ইরানের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থাকে টার্গেট করতে পারে। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এটা এক বড় অগ্রগতি। রাষ্ট্রীয় টিভিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা এবং ইসরাইলের আয়রন ডোম’কে অতিক্রম করতে সক্ষম ফাত্তাহ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিরোধিতা সত্ত্বেও ইরান বলেছে তারা প্রতিরক্ষামুলক ক্ষেপণাস্ত্রের আরও উন্নয়ন করবে।