মণিপুর নিয়ে হস্তক্ষেপ করলো ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ছাড়াও বিচারপতি জেএম পারদিওয়ালা এবং মনোজ মিশ্র কে নিয়ে গড়া তিন সদস্যের বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়েছেন।

মণিপুর নিয়ে হস্তক্ষেপ করলো ভারতের সুপ্রিম কোর্ট

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: আজ মণিপুর নিয়ে সংসদে যখন অনাস্থা বিতর্ক শুরু হচ্ছে, ঠিক তখনই ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার দত্তত্রেয় পড়সালগকার ইমফল রওনা হচ্ছেন যৌন হিংসতা নিয়ে সিবিআই তদন্তের পর্যবেক্ষক হিসেবে। অবশেষে মণিপুরের এই অরাজকতা নিয়ে হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ছাড়াও বিচারপতি জেএম পারদিওয়ালা এবং মনোজ মিশ্র কে নিয়ে গড়া তিন সদস্যের বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়েছেন।

এই কমিটি মণিপুরের জন্য স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি দেখবেন। এই তিন সদস্যের কমিটিতে আছেন, মুম্বাই হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শালিনী ফোনসেঙ্কর জোশি এবং দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আশা মাথুর। তৃতীয় সদস্য হলেন মুম্বাই এর প্রাক্তন পুলিশ কমিশনার। মণিপুর নিয়ে সিদ্ধান্তগুলি ঘোষণার সময় প্রধান বিচারপতি চন্দ্রচুর বলেন, কেউ যেন না ভাবেন জে সুপ্রিম কোর্টের আস্থা নেই সিবিআই-এর ওপর। পূর্ণ আস্থা আছে। আমরা শুধু মণিপুরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবো।