মেজর হাফিজকে বিদেশে যেতে বাধা

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা তাকে আটকে দিয়েছেন।

মেজর হাফিজকে বিদেশে যেতে বাধা

প্রথম নিউজ, অনলাইন : বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন তিনি নিজেই। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা তাকে আটকে দিয়েছেন। তবে কি কারণে তাকে বিদেশে যেতে দেয়া হয়নি সে বিষয়ে কিছু বলেনি ইমিগ্রেশন পুলিশ। এ বিষয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মানবজমিনকে বলেন, দিল্লির একটি হাসপাতালে চিকিৎসার জন্য দুপুরে বিমানবন্দরে যাই। আড়াইটার দিকে ফ্লাইট ছিল। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন আমাকে আটকে দিয়েছে। তারা বিদেশে যেতে দেয়নি। পরে বিমানবন্দর থেকে বাসায় চলে আসি। তিনি বলেন, আমি দেশের জন্য যুদ্ধ করেছি। 

চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার। কিন্তু আমাকে যেতে দেয়া হলো না। আমি মর্মাহত। এ বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি। মেজর হাফিজের পারিবারিক সূত্র জানায়, আজ  দিল্লির ফোরটিস হাসপাতালে হাফিজের হাঁটুর অপারেশন করার কথা ছিল। সেজন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। তার বোডিং পাস হয়ে মালামালও বিমানে নেয়া হয়েছিল। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে জানায় তিনি বিদেশে যেতে পারবেন না। 

উল্লেখ করা যায় যে, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি সদ্য প্রতিষ্ঠিত কোনো দলে যোগ দিয়ে নির্বাচনে যাচ্ছেন এমন আলোচনা ছিল। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, নির্বাচন করলে বিএনপি থেকেই করবেন। বিএনপি থেকেই অবসরে যেতে চান।