মগবাজারে ককটেল নিক্ষেপকারীকে খুঁজছে পুলিশ
রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। গতরাতে নিউ ইস্কাটন রোডস্থ শান্তি কুঞ্জ গলির মুখে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এসময় অপর একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পরপর ঘটনাস্থলে হাজির হয় আইনশৃঙ্খলা বাহিনী। ককটেল নিক্ষেপকারীকে খুঁজতে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক ধারণা, বাংলামোটর থেকে মগবাজারগামী ফ্লাইওভারের ওপর থেকে নিউ ইস্কাটন রোডস্থ শান্তি কুঞ্জ গলির মুখে ককটেলটি নিক্ষেপ করা হয়। পুলিশের পাশাপাশি গোয়েন্দাসহ বিভিন্ন ইউনিট ককটেল নিক্ষেপকারীকে ধরতে মাঠে নেমেছে।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে দুটি ককটেল ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া হয়। বিস্ফোরিত ককটেলে দিলু রোড শান্তি কুঞ্জ ৩৯৮ নং বাসার দারোয়ান মো. জাকির হোসেন (৫৫) আহত হয়। তিনি ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ বলছে, বাংলামোটর থেকে মগবাজার যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর থেকে নিউ ইস্কাটন রোডস্থ, শান্তি কুঞ্জ গলির মুখে পাকা রাস্তার ওপর ককটেল দুটি ছোঁড়া হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে সিটিটিসির বোমা বিশেষজ্ঞরা পৌঁছায় রাত সাড়ে ১০টার দিকে।
পরবর্তী সময়ে তারা অক্ষত ককটেলটি নিষ্ক্রিয় করে। এ ঘটনার পরপরই বাংলামোটর এবং মগবাজার এলাকায় ফ্লাইওভারে ওঠানামার পাশাপাশি বেশ কিছু জায়গার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেল না প্রাইভেটকার থেকে ককটেল ছোড়া হয়েছে, না অন্য কোনও যানবাহন থেকে ছোড়া হয়েছে এসব বিষয়ে শনাক্ত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থানা পুলিশ, গোয়েন্দা, সিটিটিসির কর্মকর্তা ও র্যাব সদস্যরা।