মুখে বললেও বাস্তবে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই: ড. তোফায়েল আহমেদ
প্রথম নিউজ, ঢাকা: মুখে বললেও বাস্তবে নির্বাচন কমিশনের (ইসি) কোনও ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ড. তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা মুখে শুধু বলি নির্বাচন কমিশন ক্ষমতাবান, কিন্তু বাস্তবে কিছুই নাই। শঙ্কট এতোই কঠিন, যে সব দায় কমিশনের ওপর দিয়েও লাভ নাই। এমনভাবে চলতে থাকলে মানমর্যাদা থাকবে না এবং নির্বাচন প্রক্রিয়ায় সেনাবাহিনীর সংশ্লেষ পরিবেশ তৈরি হতে পারে। এই পরিবেশ থেকে উত্তরণে আদালতেরও ভূমিকা আছে।’
সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, ‘বাস্তবতা আপনাদের (ইসি) অনুকূলে নেই। সরকার না চাইলে কমিশনের পক্ষে ভালো নির্বাচন সম্ভব না। এখনও গাইবান্ধা নির্বাচনে অনিয়মে দায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় নাই।’
প্রথম আলোর যুগ্মসম্পাদক সোহরাব হাসান বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। এখানে প্রধান চ্যালেঞ্জ সবাইকে নিয়ে নির্বাচন করা। এছাড়া গণতন্ত্র না থাকলে এমন নির্বাচন অর্থহীন।’
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বাস্তবে নির্বাচন ব্যবস্থা বিশ্বাসহীনতায় রয়েছে। একটা ভালো নির্বাচন হলেই যে সব সমস্যা সমাধান হবে তা নয়। তবে ভালো নির্বাচন সমাধানের সূচনা হতে পারে। রাষ্ট্রদূতদের লায় দিতে দিতে বিদেশিদের টেনে আনি। এর ফল কি তা আমরা জানি?’