মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে শয়নকক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলাম স্ত্রী সাবিনা (২৮) ও মেয়ে আফরোজা (১০)।
পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম প্রতিদিনের মতো সকালে তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা খেতে বাড়িতে এসে শয়নকক্ষে স্ত্রী ও মেয়েকে ঘরে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়। নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মা-মেয়ের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।