মা দিবসে ছেলে ঈশানকে প্রথমবার প্রকাশ্যে আনলেন নুসরাত

মাতৃদিবসে প্রথমবার ছোট্ট ঈশানের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী।

মা দিবসে ছেলে ঈশানকে প্রথমবার প্রকাশ্যে আনলেন নুসরাত

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: টালিউড নায়িকা নুসরাত জাহান মাতৃদিবসে ছেলে ঈশানকে প্রথমবার প্রকাশ্যে আনলেন। যেন ছোট্ট যশ। ছেলের বয়স সাড়ে তিন বছর। কেমন দেখতে সে? মাতৃদিবসে প্রথমবার ছোট্ট ঈশানের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী। ২০২১ সালের সেপ্টেম্বরে নুসরাত জাহান-যশ দম্পতির ছেলে ঈশান দাশগুপ্তের জন্ম হয়। যদিও সেই সময় ছেলের পিতৃপরিচয় নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় নুসরাতকে। অভিনেতা যশ দাশগুপ্তই যে ঈশানের বাবা, তা তার পৌরসভার জন্মের প্রশংসাপত্রেই পরিষ্কার করে দেন অভিনেত্রী।

এমনিতেই তারকা-সন্তানদের কেমন দেখতে হয়েছে, তা নিয়ে উৎসাহ থেকে তাদের অনুরাগীদের। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। নুসরাতের ছেলের বয়স সাড়ে তিন বছর। মাতৃদিবসে প্রথমবার ছেলে ঈশানের সঙ্গে পরিচয় করালেন তিনি।